১। সংযোগানন্দ গিরি স্মৃতি মন্দির ও পঞ্চবটী মহাশশ্মান, ওয়াহেদপুর।
শত বছরের কাল পরিক্রমায় ৭নং রামজীবন ইউনিয়নস্থিত বাজারপাড়া গ্রামে শাহ জুনু বাবার মাজার রয়েছে। এই মাজারে প্রতি বছর বৈশাখ মাসে ভক্তরা সামর্থ অনুযায়ী তবারকের ব্যবস্থা করে থাকেন। এ মাজারে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে বহু পুন্যার্থীর শুভাগমন ঘটে।
যাতায়াত - সুন্দরগঞ্জ উপজেলা হতে অটো রিক্সা যোগে ৭নং রামজীবন ইউনিয়নের বাজারপাড়া মৌজার শোভাগঞ্জ রোডে।